মুসলিম মহিলাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করে বিতর্কে পড়লেন প্রাক্তন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী টরি নেতা বরিস জনসন।
মুসলিম মহিলাদের হিজাব পরা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সোমবার ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মুসলিম নারীদের নিয়ে কটাক্ষ করেন। তিনি লিখেছেন, মুসলিম নারীরা হিজাব পরলে তাদের চিঠির বাক্সের মতো দেখায়। এমনকি তারা যেন দেখতে ঠিক ব্যাংক ডাকাতের মতো।
এই মন্তব্য বিদ্বেষমূলক চলে ব্রিটেন জুড়ে সমালোচনার ঝড়ের মুখে পড়েছেন বরিস জনসন।