অযোধ্যায় বুধবার বাবরি মসজিদের ভূমিপুজো চূড়ান্ত পর্যায়ের। সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের ছাড়পত্র পাওয়ায় নয় গঠিত রাম মন্দির ট্রাস্ট এখন জোর তৎপরতা চালয়ে যাচ্ছে। রুপোর ইট সহ নানা সামগ্রী প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। সেই প্রাক্কালে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোধ্যার জেলাশাসক বাবরি মসজিদের পরিবর্ত পাঁচ একর জমি তুলে দিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে।
সোমবার ফৈজাবাদের ধাননিপুর গ্রামে অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা জমির দলিল তুলে দেন নয় গঠিত মসজিদ ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জাফর ফারুকী ও সুন্নি বোর্ডের সিইও সৈয়দ মুহাম্মদ শোয়েবের হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct