আজ সোমবার "রাখী পূর্ণিমার" এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করলেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। সেই সঙ্গে সঙ্গে বিধায়ক ইদ্রিশ আলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোম কোয়ারেন্টাইনে থাকার আবেদন জানান। যাতে করোনা বেশী না ছড়ায় দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘরবন্দী থাকা অবিশ্যই উচিত বলে তিনি মনে করেন। তাছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের স্বেচ্ছায় নিবৃত্তবাসে যাবার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য থাকে করোনা আক্রান্ত অবস্থায় অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন।যাঁরা যাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সংস্পর্শে গেছেন তাঁদের সকলকেই ঘরবন্দী হয়ে থাকা উচিত বলে মনে করেন ।
এক বিবৃতিতে ইদ্রিস আলীর প্রেস সচিব মফিজুল হক জানান, আজ সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়ায় পূর্ব বিধানসভা কেন্দ্রে "রাখীপূর্ণিমা" উপলক্ষে উলুবেড়িয়া পৌরসভার এক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিধায়ক ইদ্রিস আলি। এই অনুষ্ঠানে শিশুদের মাস্ক পরেই সচেতনতার নজির গড়েন। উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১১নং ওয়ার্ডেও যান। সেখানে করোনায় আক্রান্তদের জন্য সেফ হোমটি পরিদর্শন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct