করোনা সংক্রমণের জন্য এ বছর মুসলিমদের হজ খুব স্বল্প পরিসরে হয়েছে। মাত্র হাজার খানেক মানুষকে যাবতীয় বিধিনিশেষ মেনে মক্কায় হজের অনুমতি দেওয়া হয়। তাই এবার ভিন্ন আঙ্গিকে ও পরিবেশে অনু্ষ্ঠিত হল পবিত্র হজ। যারা হজ করেছেন তারা বলছেন, এবার হজের জন্য নির্বাচিত হওয়াটাই ‘অবিশ্বাস্য এবং অতুলনীয়’ এক ব্যাপার। আর সৌদি আরব দাবি করেছে, বিপদের ঝুঁকি নিয়েও সতর্কতা অবলম্বন করায় হজে কেউ করোনা পজিটিভ হননি। এই ঘটনা সৌদি কর্তৃপক্ষকে স্বস্তি দিয়েছে। কারন ব্যাপক সমাগম থেকে হজে সংক্রমণের আশঙ্কা ছিল। তা থেকে বেঁচে গেল সৌদি।
তাই সৌদি সরকার দাবি করেছে, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে হজ অনুষ্ঠিত হলেও হজ পালন করতে গিয়ে এবার কেউ করোনাভাইরাসের আক্রান্ত হয়নি। শনিবার হজের চতুর্থ দিন জামারাত ব্রিজ থেকে ফেরার পর পর্যন্ত কোনো হাজি করোনায় আক্রান্ত হননি।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্যের অবস্থা সন্তোশজনক এবং হজের কারণে জনস্বাস্থ্যের কোনো সমস্যা হয়নি। হজের তৃতীয় দিন হজযাত্রীদের তাওয়াফ আল-ইফাদের পরে গ্র্যান্ড মসজিদটিকে জীবাণুমুক্ত করা হয়েছিল।
এছাড়া মহামারী সংকট চলাকালীন প্রতিদিন ১০বার মসজিদটি পরিষ্কার করা হয়েছে।
প্রত্যেক হজযাত্রীর অন্যের সাথে যোগাযোগের সুযোগ সীমিত করা হয়েছিল। বাসে যাতায়াতের সময় আসনগুলো পূর্ব নির্ধারিত ছিল। প্রত্যেক আবাসিক কমপ্লেক্সে একটি ক্লিনিক ছিল, যেখানে চিকিতসকরা হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন এবং প্রয়োজনীয ওষুধ সরবরাহ করেছিলেন।
এই বছর হজ পালনের সুযোগ পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার ফরিদা। তিনি বলেন, হজের জন্য নির্বাচিত হওয়াটাই ‘অবিশ্বাস্হ্য এবং অতুলনীয়’ এক ব্যাপার। আজীবন সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমার দায়িত্ব পালন করে যাব। তিনি বলেন, এটা ছিল আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ, আর অবশ্যই এরকম সুন্দর একটি আয়োজনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ দিতে হবে। কারণ এটি ছিল খুব সুসংহত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct