লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। কিন্তু দীর্ঘদিন লকডাউন জারি থাকায় মানুষ এখন রাস্তায় নেমে বিক্ষোভ দেখতে শুরু করেছে। তবে এই বিক্ষোভ আমাদের দেশে নয়, হয়েছে জার্মানিতে। জার্মান সরকার করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে জারি করেছিল নানা বিধিনিষেধ। তার বিরুদ্ধে এবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল। শনিবার বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবার্গ গেটে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে পুলিশ তাদের কর্মসূচি অবশ্য ভণ্ডুল করে দেয়। জানা গেছে অবস্থান কর্মসূচির আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সামাজিক দূরত্ব ও মাস্ক না পরায় আয়োজকদের সমালোচনা করে পুলিশ। তাদেরকে ছত্রভঙ্গ করতে শুরু করে। ২০ হাজার বিক্ষোভকারীকে হটিয়ে দিতে গিয়ে কমপক্ষে ১৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
লকডাউন তুলতে বিক্ষোভকারীরা এই মিছিলের নাম দিয়েছেন ‘ডে অব ফ্রিডম, দ্য এন্ড অব দ্য প্যান্ডেমিক’। এতে যোগ দেয় ভ্যাকসিনবিরোধী গোষ্ঠী, উগ্র জাতীয়তাবাদী ও নব্য নাৎসী সংগঠন। মিছিলের সরাসরি সম্প্রচারে কয়েকজন বিক্ষোভকারীকে বলতে শোনা গেছে, আমরাই দ্বিতীয় ঢেউ।
জার্মানির করোনার স্বাস্থ্যবিধি অনুসারে, জনগণকে অবশ্যই দেড় মিটার বা ৫ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে এমনটি সম্ভব নয় সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।
পুলিশ সতর্ক করে জানিয়েছিল, মিছিল ও অবস্থান কর্মসূচিতে মাস্ক পরলে ও সামাজিক দূরত্ব বজায় রাখলে বিক্ষোভকারীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে।
শনিবার জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, মে মাসে পর এই প্রথমবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৯৫৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct