দেশে যখন করোনা ভাইরাসের সূত্রপাত হয় তখন গুজব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতার কারণ কি তার করোনা হয়েছে? অবশেষে তা সত্যি হল। করোনা ভাইরাসে যে তিনি আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার দুপুরে নিজেই জানালেন সোশ্যাল মিডিয়া ট্যুইটারে। ট্যুইটারে তাই করোনা পজিটিভ হওয়া কথা জানান দেওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। যদিও সুষ্ঠ আছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন এই সভাপতি। এই প্রথম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারন বহু ক্ষেত্রে ইদানিং মোদি ও অমিত শাহকে একসঙ্গে দেখা গেছে। তাই অমিত শাহের থেকে মোদির সংক্রমণ অস্বাভাবিক নয়।
উল্লেখ্য, রাজধানী দিল্লিকে করোনা মুক্ত করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন অমিত শাহ। বাড়ে বাড়ে এই নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে বৈঠকও করেন অমিত শাহ। তবে কয়েক দিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। রবিবার দুপুরে তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিসিন সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলা হলেও পরে জানা যায় তিনি ভর্তি রয়েছেন গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতালে।
করোনা পজিটিভ রিপোর্টের কথা জানিয়ে রবিবার ট্যুইটারে অমিত শাহ লিখেছেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা গেছে আমি করোনা পজিটিভ। অমিত শাহ আরও লিখেছেন, শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি।
গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকা এবং প্রয়োজনে পরীক্ষার পরামর্শ দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরুর অনুষ্ঠানে তার যাওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় রামমন্দিরের অনুষ্ঠানে যাওয়া অনিশ্চিত হয়ে উঠল অমিত শাহের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct