বাইরে সাধারণত বের হননি। তাই টানা দশদিন জ্বর হওয়ায় কোনো উদ্বেগ ছিল না। হঠাৎ তিনি মারা যাওয়ায় টেস্ট করে দেখা গেল করোনা পজিটিভ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকার কুন্ডলপাল গ্রামে। বিতর্কের সূত্রপাত গ্রামেরই ৬৭ বছর বয়সী এক রেশন ডিলার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায়। মৃত্যু হয় শনিবার ভোর রাতে। ঘটনার পরেই তৎপরতা শুরু হয়েছে সবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পুলিশের তরফে। সবং গ্রামীন হাসপাতাল সূত্রে জানা গেছে বাড়ির লোকেরা হাসপাতালের চিকিৎসক কে জানিয়েছে, গত ১০দিনেরও বেশি জ্বর ছিল ব্যক্তির। স্থানীয় ওষুধ দোকান থেকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়েছিলেন তিনি। শুক্র ও শনিবার মধ্য রাতে পেচ্ছাপ করার জন্য বাইরে উঠেছিলেন, বাইরে গিয়ে পড়ে যান। আর উঠতে পারেননি। বাড়ির লোকেরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। সবাই মিলে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক সেখানেই মৃত ঘোষনা করেন।
সবং গ্রামীন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুভাস কান্ডার জানান, মৃতের ময়নাতদন্তের পাশাপাশি ওনার কোভিড টেস্ট করা হয়। তাতে পজিটিভ এসেছে।
এই মৃত্যুর পর স্বাস্থ্য দফতর জানিয়েছিল ওই ব্যক্তির ৯০ বছর বয়সী মা সহ ৮ জন পরিবার সদস্য রয়েছেন। তাদের ও যে প্রতিবেশীরা রাতে সাহায্য করতে এসেছিলেন তাঁদের কোভিড টেস্ট করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct