করোনার প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না ভারত সহ বিশ্বের নানা দেশ। জল্পনা চলছে করোনার প্রভাব আর কতদিন চলবে। সব জল্পনায় জল ঢেলে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিল মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরে চলতে পারে। শুক্রবার সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে এই কথা বলেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।
তিনি বলেন, মহামারিটি একেক দেশে স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। যার ফল স্বরূপ এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে। টেড্রোস আডানোম আরো বলেন, যদিও করোনা ভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। মানুষ এখনও ঝুঁকিতে থেকে গেছে। গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ মারা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct