মুসলিমদের পবিত্র ঈদ আজহার সময় ফের গো রক্ষকদের তাণ্ডব দেখা গেল বৃহত্তর দিল্লির গুরুগ্রামে। আর স্মরণ করিয়ে দিল উত্তরপ্রদেশের দাদরি গ্রামে গো মাংস রাখার সন্দেহে মুহাম্মদ আখলাকের হত্যাকে। শুক্রবার সকালের গো মাংস বহন করার অভিযোগে এক মুসলিম যুবককে পুলিশের সামনেই বেদম পেটায় গোরক্ষকরা। আর সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এলাকার মানুষজন।
এনডিটিভি সূত্র জানিয়েছে গো রক্ষকদের হাতে আক্রান্ত ব্যক্তির নাম লোকমান। তিনি ট্রাক চালক। গো রক্ষকরা সন্দেহ করেন যে তিনি ট্রাকে করে গো মাংস নিয়ে যাচ্ছেন। এই সন্দেহে তাকে ধাওয়া করে গ্লিস্টেনিং টাওয়ারের সামনে আটক করে গো-রক্ষকরা। তারপরেই সেই ট্রাক চালককে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়। তবে পরে মাংস পরীক্ষা করে জানা গিয়েছে, সেই মাংস ছিল মোষের। মোষের মাংস দেশে নিষিদ্ধ নয়। এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রদীপ যাদব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লোকমানকে বাদশাহপুর গ্রামে নিয়ে আরও একবার প্রহার করা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সেই ট্রাক চালক। ট্রাকের মালিকের অভিযোগ, 'ওটা মোষের মাংস। প্রায় পাঁচ দশক ধরে আমাদের পারিবারিক ব্যবসা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct