এখন চলছে বর্ষা। আর তিন মাস পরেই শীত। পৃথিবীর অধিকাংশ দেশেই এখন শীতের মরশুম।এই কারণে আশঙ্কা দেখা দিয়েছে যে ঋতু পরিবর্তনের সময় করোনা সংক্রমণ বেড়ে যাবে।বলা হচ্ছে, প্রথম দফায় সংক্রমণ যত ব্যাপক ছিল - দ্বিতীয় দফায় তা আরও মারাত্মক হবে। কিন্তু করোনার সংক্রমণ কেমন চেহারা নেবে -তার পূর্বাভাস দেওয়া কি এত সহজ-সহজ?
মোটেও তা নয়। বরং ব্যাপারটা বেশ জটিল। শুধু করোনার প্রকৃতি নয়, অন্য নানা রকম শীতকালীন রোগ জীবাণু, মানুষের আচরণ, সরকারী নীতির সাফল্য-ব্যর্থতা এই রকম অনেক কিছুর ওপর নির্ভর করছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসলেই আসবে কিনা। তা ছাড়া বিজ্ঞানে এখন নতুন কিছু গবেষণা চলছে যাতে দেখা যায় যে একটি ভাইরাল সংক্রমণ হয়তো অন্য কোন ভাইরাসের সংক্রমণকে আটকে দিতে পারে। তবে করোনার ক্ষেত্রে এর কোন প্রভাব পড়বে কিনা তা এখনো অজানা। শীতে করোনা কি বেশি ছড়াবে? এর উত্তর এখনও পাওয়া যায় নি। তবে বিজ্ঞানীরা বলেন, এমন হওয়ার সম্ভাবনা আছে। করোনা ভাইরাস আছে মোট চার রকমের। যেটা সাধারণ সর্দি জ্বরের লক্ষণ সৃষ্টি করে। প্রতিটিই সহজে ছড়ায় শীতের সময় । ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, এবং আরএসভি নামে আরেকটি ভাইরাস।এর সবগুলোরই আচরণ মোটামুটি একই রকম। শীতের সময় একই সাথে শীতকালীন ইনফ্লুয়েঞ্জা আর করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct