কখনো শুনেছেন পাঁঠা দুধ দিচ্ছে? রাজস্থানের ঢোলপুর শহরে এমনই এক পাঁঠা খুঁজে পাওয়া গিয়েছে। ঢোলপুরের ওই পাঁঠাটি এখন রীতিমতো সংবাদের শিরোনামে। কীভাবে একটি পাঁঠা দুধ দিতে পারে, তা নিয়েই বহু মানুষের মনে কৌতূহল সূষ্টি হয়েছে। কারণ, সেই পাঁঠাটি প্রতিদিন ২০০–২৫০ গ্রাম দুধ দিচ্ছে। এই পাঁঠার মালিকের নাম রাজীব কুশাওয়া। ঢোলপুরের গুরজা গ্রামের বাসিন্দা তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'আড়াই মাস বয়সে পাঁঠাটিকে তিনি কেনেন। এরপর ছয় মাস কেটে গেলেও বোঝা যায়নি কিছু। তারপর থেকেই দেখা যায় পাঁঠাটির স্তন বাড়ছে। এরপরই তারা দুধ বের করার চেষ্টা করেন এবং তাতে সফলও হন। বর্তমানে প্রতিদিন ২০০-২৫০ গ্রাম দুধ দিচ্ছে পাঁঠাটি। রাজীবের প্রতিবেশীরা জানাচ্ছেন, কোনো পাঁঠা দুধ দিচ্ছে-কোনোদিনও তা চোখে দেখিনি। আর তাই সবাই দুধ দোহনের চেষ্টা করে। পরে দেখা যায় সত্যিই পাঁঠাটি দুধ দিচ্ছে।পশু বিশেষজ্ঞরা বলছেন, 'এটা সম্ভব। এ ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। গর্ভে ভ্রুণ অবস্থায় থাকাকালীন হরমোনজনিত কারণে এই বিরল ক্ষমতার অধিকারী হয়েছে ওই পাঁঠা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct