ঈদুল আজহা বা কোরবানি ঈদের নামাজ ঘরে আদায়ের করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের ইমামরা। প্রতিবছর ঈদের সময় কলকাতায় সবচেয়ে বড় জমায়েতটি হয় রেড রোডে। যদিও করোনার কারণে এবারে সেই চিত্র দেখা যাবে না। স্থগিত রাখা হয়েছে রেড রোডে ঈদের জমায়েত। নাখোদা মসজিদের কাজমি ইমাম মহম্মদ সাফি বলেন, 'করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে যে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে, তা মেনেই এ বছর রেড রোডে ঈদের নামাজ পড়া হবে না। ' মুসলিম সম্প্রদায়ের মানুষদের তাদের বাড়িতেই নামাজ আদায়ের আহ্বানও জানিয়ে তিনি বলেন, 'এই মহামারীর সময় আমি সকল মুসলিম ভাইদের বলবো, আপনারা খোলা জায়গায় জমায়েত করে নামাজ পড়বেন না। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই ঘরের ভিতরে নামাজ পড়ুন।' প্রতি বছর রেড রোডে কয়েক লক্ষ মুসলিম জমায়েত করে ঈদের নামাজ আদায় করেন। ঈদ উৎসবে জমাজমাট হয়ে উঠত রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াব্রুজ, একবালপুর, নারকেলডাঙা, পার্ক সার্কাসসহ মুসলিম অধ্যুষিত এলাকা। কিন্তু করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির জন্য এবার সবকিছুই সীমিত পরিসরে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct