পবিত্র হজে নিরাপত্তার কাজে প্রথমবারের মতো মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। সৌদি সরকার গত বছরই ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি মহিলারাও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবেন। ধর্মীয় অনুষ্ঠানেও সৌদি মহিলাদের নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে মহিলা পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। করোনা মহামারির কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা মহিলা পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, 'আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।' স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহবিষয়ক অধিদফতরের মহাসচিব সারি আসিরি বলেন, 'হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা রয়েছেন, যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের জন্য আলাদা চিকিৎসক নিযুক্ত করা হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct