আমেরিকার বন্ধুদেশ অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা চীনকে নিয়ে ট্রাম্প প্রশাসনের সব কিছুর সঙ্গে সায় দেবে না। সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বৈশ্বিক নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেবে। অস্ট্রেলিয়ার সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও এবং ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনে দুইদিন বৈঠক করেন। করোনা মহামারীর ভেতরেও তারা আমেরিকায় এসেছেন। ফেরার আগে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন। দুইপক্ষের যৌথ বিবৃতিতে তিন দেশের নানা বিষয়ে আলাপ করেন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারে অস্ট্রেলিয়া ‘পাশে থাকায়' ধন্যবাদ দেন পম্পেও। এই অঞ্চলটি চীন নিজেদের বলে দাবি করে আসছে। অস্ট্রেলিয়ার বিদেশরাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন তার বক্তব্যে হংকংয়ের প্রতি চীনের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি বলেন, 'বেইজিংকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছুতে তারা সহমত হবে না। চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা গুরুত্বপূর্ণ। এর ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা এমন কিছু করবো না, যাতে আমাদের স্বার্থ নষ্ট হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct