ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন সোমেন মিত্র | আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি এই পৃথিবীকে বিদায় জানালেন | কিডনির জটিল সমস্যার জন্য বেশ কিছুদিন ধোরে তিনি অসুস্থ ছিলেন। প্রায় ৬০এর দশক থেকে তিনি রাজনীতি করে আসছেন।লোকসভার সদস্য ও হয়েছিলেন তিনি। বহুদিন ধরে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। শেষ জীবন পর্যন্ত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি | তার প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন দেশের অনেক গুণীজন। উল্লেখ্য, অবিভক্ত বাংলার যশোর জেলায় তার জন্ম | বিজ্ঞান ও আইন শাস্ত্রের উপর উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার মৃত্যুতে রাজ্য কংগ্রেসের অপূরণীয় ক্ষতি। কিভাবে তার অভাব মেটানো যাবে সেটা নিয়ে সংকটে রাজ্য কংগ্রেস। কার হাতে তুলে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের ভার, সেটা ভাবাচ্ছে। কারণ, সামনেই বিধানসভা নির্বাচন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct