ইতিহাসে এই প্রথমবারের মতো এক মিকাত দিয়ে মক্কা প্রবেশ করবেন হাজীরা। নির্ধারিত মিকাত ছাড়া অন্যগুলো ব্যবহারের সুযোগ এবার থাকছে না।করোনার সংক্রমণ ও বিস্তার রোধে এ বছর হজের আয়োজন একেবারে সীমিত করেছে সৌদি সরকার। দেশ-বিদেশের মাত্র ১০ হাজার মানুষ এবার হজ করবেন। এমনকি মিকাত তথা ইহরামের কাপড় পরে হজ অথবা ওমরাহর নিয়তে মক্কা গমনের পথও এবার নির্ধারণ করে দিয়েছে হজ কর্তৃপক্ষ। এ বছর হজে তায়েফের নিকটবর্তী মিকাতকরণে মানাজিলকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি চার মিকাত দিয়ে মক্কা প্রবেশের সুযোগ নেই। করোনা ঠেকাতে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে দেশটি। মাশায়েরে মুকাদ্দাসা বা মিনা, মুজদালিফা এবং আরাফা গমনের পথে ৬২টি চেকপয়েন্ট বসিয়েছে মক্কা পুলিশ। সরকারি অনুমতিপত্র ছাড়া কেউ এ পথ অতিক্রম করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ১০ হাজার সৌদি রিয়াল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct