বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইলিশ মৎস্য বন্দরে প্রতিদিন ১০০ থেকে ২০০ মেট্রিকটন ইলিশ বেচাকেনা হয়। এ বছর ইলিশের আকার বড় হওয়ায় দামও বেশি পাচ্ছেন জেলেরা। এদিন ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মাছ বেচাকেনা হয়েছে ৫ হাজার ৯০০টাকায়। এ ছাড়াও এবার এক কেজির ওপরে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। তবে দাম খুব বেশি। পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে বাবুরাম কর্মকার জানান, এ বছর ইলিশ মরশুমের প্রথমেই মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন করেছে জেলেরা। নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই জেলেরা সাগরে গিয়ে ইলিশ মাছ ধরা শুরু করেছে। প্রত্যেক ট্রলারে সবারই জালে ইলিশ ধরা পড়ছে। জেলেরা জানান, প্রত্যেক ট্রলারে ৮শ গ্রাম থেকে ২ কেজির ওপরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাবে। সংখ্যায় কম হলেও আগে এই ইলিশ ঘর নদীতে ধরা পরত। এখন সাগরে বড় সাইজের ইলিশ ধরা পরছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct