ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভাক্সিন-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর কোভাক্সিন প্রয়োগ করা হয়েছে। তার মধ্যে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে কোভাক্সিন প্রয়োগের ফলাফল সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল যথেষ্ট ইতিবাচক। কোভাক্সিন-এর হিউম্যান ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক ডা. সবিতা বর্মা বলেন, ‘দেশজুড়ে চলা কোভাক্সিন-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হয়েছে। সামনে এসেছে ৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরে কোভাক্সিন প্রয়োগের ফলাফল। এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। কারও মধ্যেই সেভাবে টিকার কোনও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়নি।ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম এই করোনা টিকা কোভাক্সিন। ১৩ জুলাই থেকে শুরু হয় কোভাক্সিন -এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct