ফের ভয়ঙ্কর নৌকাডুবি হল মালয়েশিয়া উপকূলে। উপকূলে অভিবাসন প্রত্যাশী ২৫ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গিয়েছে। আর নৌকাডুবির পর মাত্র ১ জনকে এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করা গিয়েছে। বাকি ২৪ জনের কোনও খোঁজ নেই। মালয়েশিয়ার কোস্টগার্ড কর্তৃপক্ষের আশঙ্কা, বাকি ২৪ জনেরই মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, লাংকাওয়ি দ্বীপের উপকূলের কাছে ওই নৌকার যাত্রী, ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাড়া ওই নৌকায় আরও ২৪ জন ছিলেন। কিন্তু তাদের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। নৌকাডুবির কারণ এখনও স্পষ্ট না হলেও ওই যুবককে জেরা করে নৌকাডুবির কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। সেইসঙ্গে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী দুটি এয়ারক্রাফট ও দুটি বোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct