জুতোর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কারণ জুতোর সঙ্গে ভাইরাস আপনার ঘর পর্যন্ত চলে আসতে পারে। তাইতো বাইরে থেকে ফিরে জুতো জীবাণুমুক্ত করা খুব জরুরি। ঝামেলা এড়িয়ে জুতো জীবাণুমুক্ত করতে নিজেই বানিয়ে ফেলুন জীবাণুনাশক ফুট ম্যাট। দরজার বাইরে এই ম্যাট রেখে দিলেই ঝামেলা শেষ। এই ম্যাটে জুতো মুছে ঘরে ঢুকলেই আর সংক্রমণের ভয় থাকবে না। একটি বড় প্লাস্টিকের ব্যাগের উপরের অংশ ফাঁকা করে নিন। একটি পুরনো তোয়ালে এই অংশের মাপ মতো কেটে উপরে বসান। তারপর ব্যাগের সঙ্গে সেলাই করে দিন তোয়ালে।এবার জীবাণুনাশক দ্রবণ পরিমাণ মতো ঢেলে দিন তোয়ালের উপর। জীবাণুনাশক দ্রবণ যদি না থাকে তবে বানিয়ে নিন নিজেই। এজন্য এক লিটার জলে বোতল ক্যাপ ভর্তি করে লাইজল ঢেলে নিন। তোয়ালে ভিজিয়ে নিন এই দ্রবণের সাহায্যে। এবার জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার সামনে। পা পিছলে যাওয়া রোধ করতে এটি একটি নন স্লিপ রাবার ম্যাটের উপর রাখতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct