দুই বছরে ৫২৩০ জনকে খুন করার অপরাধে ৯৩ বছরের এক বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করেছে জার্মানের একটি আদালত। ১৯৪৪ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ডানস্কের পূর্বে স্টাথফ কনসেন্টেশন ক্যাম্পে প্রহরীর দায়িত্ব পালন করেছিলেন দোষী সাব্যস্ত হওয়া ব্রুনো ডে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই ১৭ বছরের ব্রুনোর নামে মামলা শুরু হয়। তখন ব্রুনো নাবালক থাকায় দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে নিহতদের আত্মীয়রা এ রায় মেনে নিতে চাননি। ওই রায় নিহতদের প্রতি অবিচার বলে জানান তারা। এরপরই বহু বছর ধরে ব্রুনোর বিরুদ্ধে মামলা চলে। নিহতদের পক্ষের আইনজীবীর দাবি, এ প্রহরীর বয়স তার অপরাধের মাত্রা কোনোভাবেই কম করেনি। অবশেষে ব্রুনো ডে’কে হামবুর্গ স্টেট আদালতে হাজির করা হয়। তার মুখে পরনে ছিল নীল সার্জিক্যাল মাস্ক। ব্রুনোকে আদালতে আনা হয়েছিল হুইলচেয়ারে। আদালতের বিচারক যখন তার বিরুদ্ধে রায় দিচ্ছিলেন, তখনো ব্রুনো চোখ নীচু করে বসেছিলেন। বিচারক বলেন, ‘আপনার করা অপরাধ সত্যিই নির্মম। এ কাজের সঙ্গে আপনার যোগ দেওয়াই উচিৎ হয়নি। কিন্তু আপনি যোগ দেওয়ায় শাস্তি পাবেন।’