করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৫ লক্ষ ৭৩ হাজার ৭৪২ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ২৪২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৭ লক্ষ ২৪ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছে। করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে আমেরিকায় সেরে উঠেছে ২০ লক্ষ ২৮ হাজার ৭৪ জন, ব্রাজিলে ১৫ লক্ষ ৯২ হাজার ২৮১, ভারতে ৮ লক্ষ ৫০ হাজার ১০৭, রাশিয়ায় ৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৪ জন, চিলিতে ৩ লক্ষ ১৩ হাজার ৬৯৬, পেরুতে ২ লক্ষ ৫৯ হাজার ৪২৩, ইরানে ২ লক্ষ ৪৯ হাজার ২১২, দক্ষিণ আফ্রিকায় ২ লক্ষ ৪৫ হাজার ৭৭১, মেক্সিকোতে ২ লক্ষ ৪২ হাজার ৬৯২, পাকিস্তানে ২ লক্ষ ১৯ হাজার ৭৮৩, সৌদি আরবে ২ লক্ষ ১৫ হাজার ৭৩১, তুরস্কে ২ লক্ষ সাত হাজার ৩৭৪, স্পেনে ১ লক্ষ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে ১ লক্ষ ৯৮ হাজার ১৯২, জার্মানিতে ১ লক্ষ ৯০ হাজার ৪০০, বাংলাদেশে ১ লক্ষ ২০ হাজার ৯৭৬, কাতারে ১ লক্ষ পাঁচ হাজার ৪২০, কানাডায় ৯৮ হাজার ৮৭৩ জন, ফ্রান্সে ৮০ হাজার ৪১৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৮৯ সুস্থ হয়ে উঠেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct