স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের পর সামিউল ইসলাম শুভ নামে ওই কোচিং শিক্ষকে গ্রেফতার করা হয়। গত ১৪ জুন সকাল সাড়ে ৯টার পরে সাফল্য মডেল প্রাইভেট হোম কোচিং সেন্টারে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির বিদিরপুরে সুপ্রতিষ্ঠিতি বে-সরকারী এনজিও আরএসডিপি-ও নিজস্ব জমিতে প্রধান কার্যালয়ের সামনে সাফল্য মডেল প্রাইভেট কোচিং নামে মাজহারুল ইসলাম লিটন কোচিং সেন্টার চালু করে ৬ষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ওই কোচিং সেন্টারের শিক্ষক সামিউল ইসলাম শুভ (২৩)। সে বিদিরপুর ফকিরপাড়ার সেলিম রেজার ছেলে। নির্যাতিত ছাত্রীর মা অভিযোগ করেন, আমার মেয়ে কোচিং সেন্টারে প্রাইভেট করতে গেলে গত ২ মাস ধরে কোচিং শিক্ষক শুভ আমার মেয়েকে বিভিন্ন সময় প্রেম নিবেদনসহ বিয়ের প্রলোভন দিত। আমার মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি সাফল্য মডেল প্রাইভেট হোম কোচিং সেন্টারের পরিচালক মাজহারুল ইসলাম লিটন ও শুভর পরিবারের লোকজনকে বিষয়টি জানিয়ে নিষেধ করি। প্রাইভেট শেষে ৯টার সময় প্রাইভেট শেষ করে কোচিং থেকে বের হওয়ার সময় শিক্ষক সামিউল ইসলাম শুভ আমার মেয়েকে বলে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি পরে বাড়ীতে যাও। শুভ এই কথা বলে আমার মেয়েকে সাফল্য মডেল প্রাইভেট হোম কোচিং সেন্টারের নবম শ্রেণীর ঘরে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এই বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct