করোনা ধর্ম মানে না। আর রক্তের কোন ধর্ম হয় না। করোনা পরিস্থিতিতে সে কথাই প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জাযগায়। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির রথে চলে রাজ্যকে ফের মহীয়ান করে তুলল জেলা পুলিশ। সংকটাপন্ন ভিন ধর্মী এক গৃহবধূর জন্য শনিবার নিজের রক্ত দান করলেন রায়গঞ্জ জেলা পুলিশের এক সাব ইন্সপেক্টর শাহ আলম মোর্তজা।
জানা গেছে প্রচণ্ড পেটের যন্ত্রণা হ্ওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন মিঠু দেবশর্মা নামে এক গৃহবধূ। সেখানেই তার চিকিৎসা চলছিল।কালিয়াগঞ্জের মহেশপুর এলাকার বাসিন্দা এই গৃহবধূর চিকিৎসা চললেও তার যন্ত্রণা মুক্তি না ঘটায় প্রয়োজন হয়ে পড়ে রক্তের। কিন্তু তার গ্রুপের রক্ত এই লকডাউনের সময় কিছুতেই পাওয়া যাচ্ছিল না। মুমূর্ষু রোগীর রক্ত না পাওয়ার খবরটি পৌঁছে যায় রায়গঞ্জ জেলা পুলিশের কাছে। তখন, নিজেই এগিয়ে আসেন এসআই শাহ আলম মোর্তজা। তিনি জানান, তার ও-গ্রুপের রক্ত তাই দিতে অসুবিধা নেই। এরপর রায়গঞ্জ থানায় কর্মরত এই পুলিশ অফিসার এদিন দুপুরে আইসি সুরজ থাপার নির্দেশ মতো ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন। ভিন ধর্মের মহিলার জন্য এভাবে রক্ত দেওয়ায় শাহ আলমের প্রশংসায় পঞ্চমুখ রায়গঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার অনুপম সিং।
উল্লেখ্য, রায়গঞ্জের পুলিশসুপার সুমিত কুমারের নেতৃত্বে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করছে পুলিশ কর্মীরা একদিকে আইন শৃঙ্খলা রক্ষা, অন্যদিকে করোনা পরিস্থিতিতে ডিউটি, সব সামলে রোগীদের প্রয়োজনে নিজের শরীরের রক্ত দিতেও কুণ্ঠাবোধ নেই রায়গঞ্জ জেলা পুলিশ কর্মীদের। সম্প্রীতির বার্তা দিয়ে সেই কাজটাই দারুণ ভাবে করলেন শাহ আলম মোর্তজার মতো উদার মনোভাবপন্ন পুলিশ কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct