প্রতি বছর হজের খুতবা বা ভাষণ আরবি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায়ও অনূদিত হয়। এ ব্যাপারে মক্কার কাবা শরীফের মসজিদ ও মদিনার মসজিদে নববির জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এ বছর হজের খুতবা বাংলা ভাষায়ও অনূদিত হয়ে সম্প্রচার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানান, দুটি সম্প্রচার মাধ্যমের জন্য এ বছর হজের খুতবা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করা হবে। বাংলা ছাড়াও বাকি নয়টি ভাষা হলো- ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি। তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ সা. বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে এবার ‘সীমিত আকারে’ হজ্ব পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সে দেশে বসবাসকারী মস্ত্র দেড় হাজার নাগরিক এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। এক সপ্তাহ আগে অর্থাৎ ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনে রাখা হয়েছে। তারপর চূড়ান্ত পর্বে অংশ নেবেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct