ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের ভেলকিতে ফরাসি কাপ চ্যাম্পিয়ন হল পিএসজি। করোনা মোকাবিলার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে তার গোলেই সাঁত এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে পিএসজি। তবে চ্যাম্পিয়নের জয়ের আনন্দের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চোট। কোচ থমাস টুখেল জানান, পুরো দলই এমবাপ্পের জন্যে দুশ্চিন্তায় পড়ে গেছে।
প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে শুক্রবার রাতের ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুখেলের দল। । গত মার্চের পর ফ্রান্সের মাটিতে এটাই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম মুকুট এটি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা। এবার শিরোপা পুনরুদ্ধার করলেও চড়া মূল্য দিতে হয়েছে পিএসজিকে। গোড়ালিতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন দলের অন্যতম প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে। এই চোটে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা অনিশ্চিত হয়ে গেল ফরাসি ফরোয়ার্ডের।
ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে উদ্বেগ ঝরল কোচ টমাস টুখেলের কণ্ঠে, ‘এখনও জানি না চোট কতটা গুরুতর। তবে চোট পাওয়ার সময়ের ছবি দেখে যে কেউই ভয় পাবে। আমি অবশ্যই এ নিয়ে চিন্তিত।’ অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল; সেটা হলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না তার। এই জয়ের ফলে মরশুমের দ্বিতীয় শিরোপা জিতল পিএসজি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct