বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘নো ব্যান এ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে।
২৩৩-১৮৩ ভোটে গত ২২ জুলাই বিলটি পাস হয়েছে। এই বিল পাসের অন্যতম উদ্যোক্তা ছিল নিউইয়র্কের মার্কিন সিনেট সদস্য গ্রেস মেং। কংগ্রেসের উচ্চকক্ষেও বিলটি পাস করার জন্য সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। তবে সিনেটে পাস হলেও চূড়ান্ত অনুমোদন পেতে লাগবে প্রেসিডেন্ট ট্রাম্পের সই।
যদিও ট্রাম্প নিজের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বাক্ষর করবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এর আবার ভিন্ন পথও রয়েছে যদি তিনি স্বাক্ষর করতে না চান। সে ক্ষেত্রে আবার দুই তৃতীয়াংশ ভোটে কংগ্রেসে বিলটিকে পাস করাতে হবে। এটি হলে ট্রাম্পের সই ছাড়াই বিলটি আইনে পরিণত হবে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মুসলিম দেশ থেকে অভিবাসন নিষেধাজ্ঞা দেন। তার প্রথম নিষেধাজ্ঞায় রয়েছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান। এরপরই সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে তার এই নিষেধাজ্ঞা কার্যকর এখনো আদালতের নির্দেশের স্থগিতাদেশে আটকে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct