এক ব্যক্তি ছেলে-মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নিজের শেষ সম্বল একটি গরু বিক্রি করে কিনে দিলেন মোবাইল ফোন। সন্তানদের লেখাপড়ার জন্য গরু বিক্রির খবর জানতে পেরে হিমাচল প্রদেশের জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা কুলদীপকে আর্থিক সাহায্য করার জন্য বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, জ্বালামুখীর গুমার গ্রামের কুলদীপ কুমারের বসবাস। সম্বল বলতে ছিল ওই গরুটাই। দুধ বেচেই হতো রোজগার। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া। আর অনলাইন লেখাপড়ার জন্য দরকার একটা স্মার্টফোন। অনেক চেষ্টা করেও সেই টাকাটা জোগাড় করা যায়নি। তাই দুই সন্তান অন্নু আর দীপ্পুর লেখাপড়া চালিয়ে যেতে ছয় হাজার টাকায় বিক্রি করে দিলেন গরু। কুলদীপের দুই সন্তানের অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। স্কুল থেকে বারবার স্মার্টফোন কিনতে বলা হয়। স্কুলকে কুলদীপ জানিয়েছিলেন, স্মার্টফোন কেনার মতো অর্থ নেই তাঁর কাছে। ৫০০ টাকাও নেই। কিন্তু অনলাইন ক্লাস করার জন্য ফোন ছাড়া উপায়ও তো নেই। টাকা জোগাড়ের চেষ্টাও কম করেননি কুলদীপ। কিন্তু কেউ-ই সাহায্য করেনি। শেষ পর্যন্ত একমাত্র সম্বল গরু বিক্রি করেই সন্তানদের জন্য স্মার্টফোন কেনার অর্থ জোগাড় করে সবার হূদয় জিতলেন এক পিতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct