করোনা সংক্রমণ যখন জার্মানিতে শুরু হয়, তখন হঠাৎ করেই বহু কর্মীকে অফিসের পরিবর্তে বাড়ি থেকে কাজ শুরু করতে হয়৷ এটা তাদের জন্য ছিল বড় ধরনের পরিবর্তন৷ সেই পরিবর্তনের সঙ্গে এখন অনেকে ‘হোম অফিস' করতে আগ্রহী জানা গেল এক সমীক্ষায়৷ কারণ, তাতে কাজের চাপ কম, পরিবারের জন্য সময় বেশি দেওয়া, এমনকি কাজও নাকি বেশি করা যায়৷ হ্যাঁ, এমন ইতিবাচক অভিজ্ঞতার কথাই জানিয়েছেন করোনা সংকটকালে নিয়মিত হোম অফিস করছেন এমন অনেক কর্মী৷ জার্মানির স্বাস্থ্যবিমা কোম্পানি ডিএকে-র করা এক সমীক্ষায় এসব তথ্য বেরিয়ে এসেছে৷ সমীক্ষায় জানা গিয়েছে, করোনা মহামারির আগে কর্মীদের মধ্যে শতকরা ২১ ভাগ নিয়মিত মানসিক চাপে ছিলেন আর করোনাআবহে নেমে এসেছে ১৫ শতাংশে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct