মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেলেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই টুইট করে জানিয়েছেন। তাঁর মন্ত্রিসভার একজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। লালারস নমুনা পরীক্ষার পর জানা গেল তিনিও করোনা আক্রান্ত। প্রসঙ্গত, এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
শনিবার নিজেই টুইট করে শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমার প্রিয় রাজ্যবাসী, আমার করোনার উপসর্গ দেখা গিয়েছিল। পরীক্ষার পর নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আর্জি জানাচ্ছি। আমার নিকটাত্মীয়রা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।’
এছাড়া তিনি বলেন, "আমি হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সমস্ত নিয়ম মেনে চলেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছি আমি। তবে করোনা রুখতে রাজ্য প্রশাসনের প্রত্যেকদিনের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছি আমি।” তাঁর মৃদু উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই রয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct