এক আসরে ২ কনে। একজন পাত্র। পাত্রের নাম সন্দীপ উইকি । কনে দুইজন। এরমধ্যে একজন প্রেমিকা। অন্যজন বরের পরিবার সদস্যরা পছন্দ করেছে। দুই কনেকে একই আসরে বিয়ে করেন তিনি। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশে। বেতুল জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে ঘোডাডোংরি ব্লকের কেরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ। সন্দীপ আদিবাসী যুবক। তিনি সব রীতি মেনে একই সঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছেন। তাদের একজন হোসাঙ্গাবাদের বাসিন্দা। কেরিয়া গ্রামে বসে বিয়ের আসর। সন্দীপ দুই কনেকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেন। সেখানে গ্রামের লোকজন উপস্থিত ছিল। সন্দীপ এবং দুই কনের বাড়ির লোকও ছিল।
সন্দীপ যখন ভোপালে পড়াশোনা করতেন, তখন ওই তরুণীর সঙ্গে তার পরিচয়। পরে সন্দীপের পরিবার কোয়ালারি গ্রামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে ঠিক করে। দুই পাত্রীকে নিয়ে সন্দীপের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। ঝামেলা মেটাতে সন্দীপ ও দুই তরুণীর পরিবারকে ডাকে। বৈঠকে ঠিক করা হয়, দুই তরুণী যদি সন্দীপের সঙ্গে থাকতে রাজি হন, তাহলে তিনি দুজনকেই বিয়ে করতে পারবেন। সব রীতি মেনে একই সঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct