রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কারণ বেশ কয়েকদিন ধরে
গুঞ্জন চলছে আগামী মরশুমে নাকি জিদানকে আর রিয়াল মাদ্রিদের হয়ে দেখা যাবে না। অথচ কয়েক দিন আগেই লা লিগার শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। তাতে কৃতিত্ব গিয়ে পারেসিগে জিদানের উপর। তবুও ফরাসি এ কোচকে হারানোর শঙ্কা পেয়ে বসেছিল সার্জিও রামোসদেরও। কিন্তু স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আগামী মরশুমে রিয়াল মাদ্রিদ খাজা নিয়ে জিদানের সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের বৈঠক হয়েছে। তাতে জিদান নিশ্চিতরূপে রিয়ালে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত জিদান রিয়ালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন, তা নিশ্চিতই ছিল। কিন্তু গ্রীষ্মের পর নতুন মরশুমে তাঁকে দেখা যাবে কিনা, এ নিয়েই ছিল প্রশ্ন। আর জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জনটা উঠেছিল মূলত সংবাদ সম্মেলনে তাঁর এক জবাবের প্রেক্ষিতে।
আগামী মরশুমে কোথায় খেলবেন এ নিয়র প্রশ্নের জবাবে জিদান বলেছিলেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে। পরের বছর নিয়ে কিছু বলবেন না বলায় গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও জিদান আরো বলেন, আমার একটা চুক্তি আছে এবং আমি খুশি। আপনি কখনো বলতে পারবেন না ভবিষ্যতে কী হবে। ফুটবলে রাতারাতি সব বদলে যেতে পারে এবং আমি জানি না ভবিষ্যতে কী আছে। এর পর থেকেই জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন জোরদার হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালে থাকার সিদ্ধান্ত নেন জিদান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct