ক'দিন আগে বিশ্ব ফুটবলে হৈচৈ ফেলে দিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।বর্তমান সময় খবরটি কমবেশি সবার জানা। এরই মধ্যে এদিন আবার জুভেন্টাস কোচ রীতিমতো বোমা ফাটিয়ে জানিয়ে দিলেন, রোনাল্ডো থাকায় কিংবা চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের বিশেষ কোনও ক্ষতি হয়ে যায়নি। বরং মাদ্রিদ জায়ান্টরা আগের মতোই শক্তিশালী। প্রমাণ মিলেছে শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে। রোনাল্ডোকে ছাড়াই তারা প্রতি ম্যাচে জয় পাচ্ছে। এমনকি শেষ ম্যাচেও তারা জুভেন্টাসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে।
ওই ম্যাচে অবশ্য খেলেননি রোনাল্ডো। অনেকের মতে, ওই ম্যাচে রোনাল্ডো থাকলে নাকি রিয়ালের জন্য অনেক ভালো হতো! প্রাক্তন সতীর্থকে গ্যারেথ বেল-আসেনসিওরা দেখাতে পারতেন- তোমাকে ছাড়াও আমরা পারি! এদিন রিয়ালকে রোনাল্ডোর অভাব বুঝতেই দেননি তাঁরা। জোড়া গোল করেছেন আসেনসিও। অপর গোলটি এসেছে বেলের পা থেকে। তারই সূত্র ধরে জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি মনে করে, রোনালদো ছাড়াই অধিকতর শক্তিশালী রিয়াল মাদ্রিদ। রিয়াল-জুভেন্টাস ম্যাচ শেষে আল্লেগ্রি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোকে নিয়ে বা ছাড়া, রিয়াল মাদ্রিদ সব সময় শক্তিশালী ক্লাব। সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদ অসাধারণ একটা দল।' একটু থেমে, ' তবে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় রোনাল্ডোকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি খুশি। ক্রিশ্চিয়ানোকে পেয়ে আমরা খুশি, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ের ওর অভিজ্ঞতা ক্লাবকে ভবিষ্যতে আরও অনেক সাফল্য এনে দেবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct