সবকা সাথ, সবকা বিকাশ এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্লোগান দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। তাই দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে পেরেছেন। কিন্তু তাতে অবশ্য দেশের স্কুলগুলোর অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে সমীক্ষায় উঠে এসেছে চিত্র। এ ব্যাপারে দেশের ১২টি রাজ্যে সমীক্ষা চালিয়েছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের (এনসিপিসিআর)। তাদের সমীক্ষা রিপোর্ট বলছে, দেশের ২২ শতাংশ স্কুল চলছে পুরনো ভেঙে যাওয়া ভবনে। নতুন স্কুল ভবন দূর অস্ত!
ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের (এনসিপিসিআর) সেফ এন্ড সিকিওর স্কুল এনভায়রনমেন্ট শীর্ষক এই সমীক্ষাটি করেছিল ১২ টা রাজ্যের প্রায় ২৬,০৭১ টি স্কুলকে নিয়ে। তাতে দেখা গেছে ২২ শতাংশ স্কুলই চলছে পুরোনো ভাঙা বাড়িতে আর প্রায় ৩১ শতাংশ স্কুল বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ১৯ শতাংশ স্কুল বাড়ি রয়েছে রেল লাইনের পাশে। মাত্র ১শতাংশ স্কুল বাড়ির সামনে রয়েছে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং। ৭৪শতাংশ স্কুলে রয়েছে শৌচালয়। বাকি ২৬শতাংশ স্কুলে শিশুদের বাইরে থেকে জল আনতে হয়। ৪৯শতাংশ স্কুলে রয়েছে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শৌচাগার। রাজ্যগুলির মধ্যে ৮১.১শতাংশ স্কুলে মিডডে মিল দেওয়া হয় যার মধ্যে ৫৬শতাংশ পড়ুয়ারা ওই মিল খেয়ে সন্তুষ্ট। ৪০শতাংশ স্কুলে রয়েছে ক্লাসঘর, খেলার মাঠ, শৌচাগার ও হুইলচেয়ার বহনের ক্ষমতা। এনসিপিসিআর' এ নিয়ে বলেছে, দেশের স্কুলগুলির এই হল উদ্বেগ সৃষ্টির জন্য যথেষ্ট। স্কুল ভবন যদি ঠিকঠাক না থাকে তাহলে নিরাপত্তার অভাবও দেখা দিতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct