পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতা দিলীপ ঘোষের খাস তালুক হয়ে উঠেছিল। এবার ক্রমে ক্রমে তাতে ফাটল দেখা দিচ্ছে। তার জেরে শত শত বিজেপি কর্মী ফের তৃণমূলে ফিরে আসছেন। দিন চারেক আগে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ডেবরা থানা এলাকার যে রাধামোহনপুর গ্রামে সভা করেছিলেন। এমনকি দলীয় কার্যালয় উদ্বোধন করে কিছু তৃণমূলের কর্মীকে বিজেপিতে যোগ করেছিলেন সেখানে ধস নামল। ৷ রাধামোহনপুরে ষ্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির উপস্থিতিতে এক সভায় প্রায় আড়াইশো বিজেপির নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে। ওই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, অলোক আচার্য, বিধায়ক সেলিমা বিবি সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এই তৃণমূলে যোগদানের মূল আয়োজক ছিলেন জেলা তৃণমূল নেতা অলোক আচার্য। তার দাবি, দিলীপ ঘোষ জট লোককে বিজেপিতে নিয়ে গেছেন তার থেকে অনেক বেশি বিজেপি কর্মী তৃণমূলে এসেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct