করোনা সংক্রমণ রুখতে প্রায় সব রাজ্যেই চলছে লকডাউন। লকডাউনের ফলে মানুষের আয়ের উৎসেও ভাঁটা পারে গেছে। ব্যাবসা বাণিজ্য জামে না ওঠায় মানুষ টাকা পাচ্ছে না। কিন্তু লকডাউন ভাগ্য খুলে দিল সদ্য ভাড়া নেওয়া এক খনি ব্যবসায়ীর। খনির কাজ করতে গিয়ে পেলেন বহু মূল্যবান হিরের টুকরো।
লকডাউনের ফলে যখন মানুষ কাজ হারিয়েছেন ঠিক সেই সময়ে ভাগ্যের চাকা ঘুরেছে ভারতের মধ্যপ্রদেশের আনন্দিলাল খুশাওয়া নামে এক ব্যক্তির। মধ্যপ্রদেশের রানিপুরের একটি খনি ভাড়া নিয়েছিলেন ৩৫ বছর বয়সী আনন্দিলাল। খনিটি ভাড়া নেওয়ার পর থেকেই শুরু হয় লকডাউন। কিন্তু লকডাউনের মধ্যেও তিনি তার ভাড়া নেওয়া খনিতে কাজ চালিয়ে গেছেন। কাজ করতে গিয়ে খনিতে তিনি খুঁজে পেয়েছেন ১০.৬৯ ক্যারেটের মূল্যবান এক হীরকখণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হীরকখণ্ডটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি।
খুঁজে পাওয়া ঐ হীরকখণ্ডটি তিনি জমা করেছেন জেলার হীরা কার্যালয়ে। হীরা কার্যালয়ের ডায়মন্ড অফিসার আর কে পান্ডে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী হীরাটিকে এখন নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্য অর্থ সরকারি রয়্যালটি এবং ট্যাক্স কেটে বাকি অর্থ তুলে দেওয়া হবে আনন্দিলাল খুশাওয়ার কাছে। এ ব্যাপারে আনন্দিলাল জানিয়েছেন, হীরাখণ্ডটি পাওয়ায় তিনি বেজায় খুশি। এবার হিরের জন্য অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct