করোনা ভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে তার জিনগত গঠন ও আচরণ চীনে প্রথম যে ভাইরাস আঘাত হেনেছিল তার থেকে বদলে গিয়েছে। কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস যার পোশাকী নাম, সার্স-কোভ-২, তার আচরণ বদলে গেছে। অর্থাৎ এই ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় ‘মিউটেট’ করে ফেলেছে। বিজ্ঞানীরা বলছেন এই করোনাভাইরাস প্রথম আত্মপ্রকাশ করার পর এর জিনে কয়েক হাজার বদল ঘটেছে, কিন্তু তারা দেখছেন এর একটি ভাইরাসের আচরণে পরিবর্তন এনেছে। তারা বলছেন ভাইরাসের এই পরিবর্তন ঘটেছে সম্ভবত ভাইরাসটি ইতালি পৌঁছনোর পর এবং বিশ্বের বিভিন্ন দেশে যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে তার ৯৭% শতাংশ মধ্যে এই নতুন জিনগত পরিবর্তন ধরা পড়েছে। ভাইরাসের জিনগত বদল অস্বাভাবিক কিছু নয়। তারা অন্তত এটুকু জানতে পেরেছেন যে এই মিউটেশন বা জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেকটাই বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct