সম্প্রতি তুরস্কের এক আদালতের রায়ে সে দেশের প্রেসিডেন্ট এরদোগান ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার করার জন্য খুলে দিয়েছেন। রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়। তারপর সুলতান দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান) মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে সেটিকে মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আক শামসুদ্দিন। ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় ৫০০ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল। সে সময় তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশের ভিত্তিতে কামাল আতাতুর্ক এটিকে মিউজিয়াম হিসেবে পরিগণিত করেন। বাতিল করা হয় মসজিদ। এরপর ৮৬ ধরে এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল। আয়া সোফিয়া মিউজিয়াম থাকা অবস্থায় ইউনেস্কো ১৯৮৫ সালে এটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে। গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি বাতিল করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করার ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট এরদোগান। সেই আয়া সোফিয়ায় শুক্রবারের জুমা নামাজ পড়ার প্রস্তুতি এখন তুঙ্গে। ৮৬ বছর পর আয়া সোফিয়ায় প্রথম জুম্মার নামাজ হবে আগামীকাল শুক্রবার আয়া সোফিয়া। আর সেই জুম্মার অংশ নেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct