সুন্দরবনের ডাকসাইটে তৃণমূল নেতা ও বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে দীর্ঘদিন আশ্রয় নিয়ে থাকা এক যুবকের রহস্যজনক মৃত্যু হল। জয়ন্ত নস্করের বাড়িতেই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে লাবণ্য হালদার নামে ওই যুবক। তার আসল বাড়ি গোসাবার পাঠানখালী গ্রামে। বাম আমলে ডাকসাইটে সিপিএম নেতা হাকিম মোল্লার বাহিনীর হাতে তার বাবা মায়ের মৃত্যু হলে জয়ন্ত নস্কর তাকে আশ্রয় দেয়। সে সময় তার বয়স ছিল ১৫। তার পড়াশুনার ব্যবস্থা জারেন সোনারপুরে। সেখানেই থাকতেন। লকডাউন চুনাখালীতে জয়ন্ত নস্করের বাড়িতেই থাকছিলেন। বুধবার রাতে তাকে খাবার দিতে গেলে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছে। তাকে নামিয়ে বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, তিনটি সুইসাইড নোট পাওয়া গেছে। প্রাথমিক অনুমান প্রেমঘটিত ব্যাপারেই এই আত্মহত্যা।