গত ফেব্রুয়ারি মাসে পূর্ব দিল্লিতে সংঘটিত হয় এক ভয়াবহ দাঙ্গা। ওই দাঙ্গায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়। সেই দাঙ্গা প্রসঙ্গে নতুন করে দিল্লি পুলিশের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এ নিয়ে মন্তব্য করে, দিল্লি পুলিশ বিচার ব্যবস্থাকে অপব্যবহার করছে। উল্লেখ্য, দিল্লি পুলিশ দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্তের অভিযোগে ধৃত ফয়সাল ফারুকের জামিন বাতিল করার দাবি হাইকোর্টে জানিয়েছিল দিলি পুলিশ। যদিও একই ধরনের আবেদন আগেই হাইকোর্টে এখনও স্থগিত রয়েছে। এবার একদা করে ফের আর্জি জানালে বিচারপতি সুরেশ কুমার কাইত বলেন, দিল্লি পুলিশ বিচার ব্যবস্থার অপব্যবহার করছে। এ নিয়ে তিনি বলেন, এর আগে একই আবেদন দিল্লি পুলিশের হয়ে দাখিল করেছিলেন আইনজীবী অমিত মহাজন। যিনি আবার কেন্দ্রীয় সরকারেরও প্রতিনিধি হিসেবে দাবি করেন। সেই আবেদনের শুনানি এখনো হয়নি। অথচ ফের দিল্লির হয়ে দাঙ্গা বিষয়ে নতুন মামলা করেছেন মূলত লেফটেন্যান্ট গভর্নরের নিয়োগকৃত সার্জারি আইনজীবী অমিত প্রসাদ। তাই এই আর্জি বাতিল করে বিচারপতি মিশ্র দিল্লি পুলিশের বিরুদ্ধে বিচার ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct