হঠাৎ করে নোটবন্দির ঘোষণা দেওয়ার পর দেখা গেছে এটিএমে বিশাল লাইন। টাকা তুলতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই দুর্ভোগ ঠেকাতে দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। তারপর থেকে দিনে দিনে বাড়ছে অনলাইনে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিংও। এর ফলে মানুষ এখন এটিএমে টাকা তুলতে বা জমা দিতেখুব কম যাচ্ছেন। এটিএমে মানুষ কম যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন দেশের সর্ব বৃহৎ ব্যাংকিং সংস্থা এসবিআই এর চেয়ারম্যান রাজনিশ কুমার। বুধবার তিনি জানান, এসবিআই এটিএমে আগের তুলনায় টাকা তোলা বা জন্য করতে যাওয়ার হার প্রায় ৩০ শতাংশ কমে গেছে। এর কারণ মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং তথা ডিজিটাল লেনদেন বৃদ্ধি। এই ডিজিটাল লেনদেনের ফলে কর্মী সংকোচন হচ্ছে। লগ্নি কমে যাচ্ছে। যদি ব্যাংক অন্য কোনো অর্থ লগ্নির ব্যবস্থা না করতে পারে তাহলে ডিজিটাল ব্যবস্থা বিপর্যয় ডেকে আনবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct