এক যাত্রায় পৃথক ফল। যখন দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলীগ জামাতের কর্মীদের সমাবেশকে কেন্দ্র করে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ উঠেছিল তখন মুষ্টিযোদ্ধা থেকে বিজেপি নেতা হওয়া ববিতা ফোগত ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ববিতা মন্তব্য করছিলেন, এই তাবলীগ জামাতের কর্মীরা হচ্ছে 'অজ্ঞ শুয়োর'। তার এই মন্তব্যের জন্য প্রশাসন অবশ্য কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু মধ্যপ্রদেশে এক মুসলিম যুবক আরএসএস নেতাকে ফেসবুকে শুয়োর বলে মন্তব্য জারে তাকে ২০ জুলাই গ্রেফতার করল পুলিশ। এই খবর প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল দ্য ওয়্যার-এ।
ওই পোর্টাল জানিয়েছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের জাবলপুর জেলার মানসুরাবাদ গোহালপুরের বাসিন্দা জিয়াউল হক (২৩) বি ফার্মার ফাইনাল ইয়ারের ছাত্র।
স্থানীয় এক টিভি চ্যানেলে করোনা আক্রান্ত আরএসএস অফিসের কর্মীদের সম্বন্ধে খবর প্রচারিত হয়। ওই চ্যানেলে বলা হয়, আরএসএস অফিসের ১২ যান কর্মীর করোনা পজিটিভ। এর পর জিয়াউল কংগ্রেস কর্মী সমর্থিত এক ফেসবুক পেজে মন্তব্য করেন, 'আজ আমাদের শহরে ১২জন শুয়োরের করোনা পজিটিভ হয়েছে। এই সব শুয়োররা তাদের অফিস বন্ধ করে দিয়ে দেশজুড়ে করোনা ছড়াচ্ছে'।
ফেসবুকে এই মন্তব্য পোস্ট করার পর আরএসএস কর্মীদেরসংগঠন হিন্দু ধর্ম সেনা জাবলপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জিয়াউলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০৫(এ) ধারায় ধর্মীয় বিষোদগার ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জাবলপুর থানার পুলিশ অফিসার বিজয় তেওয়ারি জানিয়েছেন, জিয়াউলের বিরুদ্ধে এফআইআর করা হইয়াছে আইপিসি ২০৫(এ) ও ৫০৫ ধারায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct