অযোধ্যায় আগামী ৫ আগস্ট রাম মন্দিরের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে অযোধ্যায় এখন জোরকদমে প্রস্তুতি চলছে। কিন্তু রাম মন্দিরের রূপ যেমন হবে তা সামনে আসতে শুরু করেছে।
জানা গেছে রাম মন্দির হবে ১৬১ ফুট লম্বা। ১৯৮৮ সালে প্রথম রাম মন্দিরের যে নক্সা করা হয়েছিল তখন ছিল ১৪১ ফুট লম্বা। নতুন ডিজাইনে তা পরিবর্তন করে ১৬১ ফুট করা হয়েছে।
এ ব্যাপারে স্থাপত্য শিল্পী নিখিল সোমপুরা জানিয়েছেন, আগের নকশা পাশ হয়েছিল প্রায় ৩০ বছর আগে। কিন্তু এখন প্রচুর মানুষের সমাগম হবে। তাই রাম মন্দিরের আকারের পরিবর্তন আনা হয়েছে। ১৪১ ফুট থেকে বেরিয়ে ১৬১ ফুট করা হয়েছে।
তিনি আরো জানা, আগের নকশা অনুযায়ী সব পিলার ও পাথর থাকলেও দুটির পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে ভূমিপুজো শেষ হলেই নির্মাণ কাজ শুরু হবে। আর এই মন্দিরের কাজ শেষ হতে সময় লাগবে সাড়ে তিন বছর। লার্সন অ্যান্ড ট্যুবরোর নির্মাণ কর্মীরা পুরো প্রস্তুত রয়েছে নির্মাণকাজ শুরু করার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct