মহাকাশ অভিযানে এবার আমেরিকাকে টেক্কা দিতে উঠে পড়ে লাগল চিন। মঙ্গল গ্রহে মহাকাশ যান পাঠানোর ক্ষেত্রে আমেরিকার বিশেষ কৃতিত্ব ছিল। এবার সেই কৃতিত্বে ভাগ বসতে চাইছে চিন। তাই আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে বৃহস্পতিবার চিন তার দক্ষিণনাঞ্চলের হাইনান দ্বীপ থেকে তিয়ানওয়েন-১ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে। মঙ্গল গ্রহে পাঠানো চিনের এই মহাকাশযানটিতে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার এবং রোভার। চিন মঙ্গল গ্রহে পাঠানো তাদের প্রথম এই মহাকাশযানের নাম দিয়েছে তিয়ানওয়েন। চিনা ভাষায় তিয়ানওয়েন এর অর্থ হলো, 'স্বর্গীয় সত্যের সন্ধান'। চিনা মহাকাশযানটি প্রথমে মঙ্গলের কক্ষপথে ঘুরবে। তারপর সেখান থেকে একটি রোভার যান অবতরণ করবে মরিচারঙের গ্রহে। রোভারটি মঙ্গলের মাটির প্রকৃতি, গ্রহের ভৌগলিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং জলের উৎস সন্ধান করে চলবে।
অন্যদিকে, পিছিয়ে নেই আমেরিকাও। মার্কিন মহাকাশ সংস্থা-নাসা ৩০ জুলাই তাদের প্রিজারভেন্স নামক মঙ্গলযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে । দুই দেশের উৎক্ষেপিত মহাকাশযানই ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলে পোঁছাবে, বলে আশা করা হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে প্রিজারভেন্সের মাধ্যমে মঙ্গলের বুকে সপ্তম মহাকাশযান অবতরণের সফলতা অর্জন করবে নাসা। আর একইসঙ্গে আসবে চতুর্থতম রোভার যান অবতরণের সাফল্য। সেই তুলনায় মঙ্গলে চিনের প্রথম অভিযান হতে চলেছে তিয়ানওয়েন-১।
তবে সর্বপ্রথম ২০১২ সালে মঙ্গলের বুকে নেমেছিল নাসার তৈরি রোভার 'কিউরিওসিটি'। রোভার যানটি এখনও সচল আছে এবং নিয়মিত পৃথিবীতে নাসার বিজ্ঞানীদের কাছে মঙ্গলের তথ্যাবলী পাঠাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct