করোনা সংক্রমণের জেরে ওষ্ঠাগত প্রাণ মানুষের। বিভিন্ন রাজ্য করোনা রুখতে ফের লকডাউন ঘোষণার পথে গেলেও সারা দেশে একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৭২০। আর মেইটের সংখ্যা ১১২৯। এর ফলে মত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮৬১। আর করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যদিও ৭৮২৬০৭ জনের করোনা মুক্তি হয়েছে।
গত ২৪ ঘন্টায় যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে সেগুলি হল, মহারাষ্ট্র (১০৫৭৬), (অন্ধ্র প্রদেশ ৬০৪৫), (তামিলনাড়ু ৫৮৪৯), (কর্ণাটক ৪৭৬৪) ও উত্তরপ্রদেশ (২৩০০)।
আর গত ২৪ ঘণ্টায় যে পাঁচটি রাজ্যে বেশি মৃত্যু ঘটেছে সেগুলি হল, তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্রে (২৮০), অন্ধ্র প্রদেশ (৬৫), কর্ণাটক (55) ও পশ্চিমবঙ্গ (৩৯)।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের স্থান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct