সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করে যেমন করোনা ভাইরাসের প্রভাব কমানোর চেষ্টা করছে রাজ্য সরকার তেমনি জেলায় জেলায় আরো কিছু উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে অন্যতম হল কোভিড হাসপাতাল। এখন ডাক্তার মেলা মুশকিল, আর হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন মানুষ। টসি তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে বিশেষ কোভিড হাসপাতালে রাখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই ধরনের উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদ জেলায়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যাদের মূলত কম বা মৃদু উপসর্গ রয়েছে তাদের জন্য মুর্শিদাবাদ জেলায় প্রথম কোভিড হাসপাতাল তথা সেফ হাউস চালু হল সামসেরগঞ্জে। বুধবার সামসেরগঞ্জের জুবিলী পেট্রোল পাম্পের একেবারে পার্শ্বস্থ এলাকায় ৫০ বেড বিশিষ্ট এই সেফ হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন সহ স্থানীয় বিশিষ্টজনরা। এই করোনা সেফ হাউস চালুর জন্য জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে স্বাস্থ্য আধিকারিকরা জানান। এই সেফ হাউসের ফলে শুধু সামসেরগঞ্জ নয়, সুতি ও ফরাক্কা এলাকার মানুষজনও উপকৃত হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct