স্বল্প সময়ের মধ্যেই উইপ্রোকে হারিয়ে বেশ কয়েক বছর ধরে ভারতের শীর্ষ ধনী হিসেবে পরিণত হয়েছেন রিলায়েন্স করতে মুকেশ আম্বানি। এবার সমগ্র বিশ্বের মধ্যে শীর্ষ ধনীদের তালিকায় চলে এলেন পঞ্চম স্থানে। ফোর্বসের রিয়েল টাইম র্যাংকিংয়ে মুকেশ আম্বানির স্থান হয়েছে পাঁচ।
তিনি ওয়ারেন বাফেটকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন।
ফোর্বসের হিসাব অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীদের তালিকার প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৮০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১১ হাজার ৩১০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা বিলাস গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান বার্নার্ড আরনল্ট ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার দুশ’ কোটি ডলার।
উল্লেখ্য, মুকেশ আম্বানি গত মাসে বলেছিলেন, রিলায়েন্স গ্রুপ বর্তমানে তাদের স্বর্ণালি যুগ পার করছে। বুধবার বিখ্যাত বাণিজ্য সাময়িকী ফোর্বসের রিয়েল টাইম র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে আসা মুকেশের সম্পদের পরিমাণ সাড়ে সাত হাজার কোটি ডলার। আর চতুর্থ স্থানে থাকা ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ আট হাজার নয়শ’ কোটি ডলার। ফোর্বসের হিসাব অনুযায়ী, বুধবার কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদ ৪ দশমিক ৪৯ শতাংশ বেড়ে যায়। অর্থের হিসাবে যা প্রায় ৩২০ কোটি ডলার। আর তাতেই বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তিতে পরিণত হন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct