আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন ৪৫জন। এই নিহতদের তালিকায় যেমন রয়েছেন বেসামরিক মানুষজন যেমনি আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালিবানদের বেশ কিছু সদস্যরা রয়েছে। এই হামকে যেহেতু মূলত তালিবানদের নিশানা করা হয়েকফে তাই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তালিবানরা। ঘটনাটি অবশ্য ঘটেছে বুধবার।
তালিবানদের খতম করতে এই বিমান হামলা চালিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। তবে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।
তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালিবান সদস্যও রয়েছেন।
এই হামলার ঘটনায় তালিবান মুখপাত্র কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি একটি বিবৃতিতে জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং আট বেসামরিক নাগরিক মারা গেছেন। এমন হামলা শত্রুদের বিরুদ্ধে তালিবানদেরকে আবারো অস্ত্র হাতে নিতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন কারী মুহাম্মদ ইউসুফ আহমাদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct