নিজের শরীর ফিট রাখতে নিয়মিত কসরত করে থাকেন টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু শহরে থেকে নয় বাইরে বের হলেও এর ব্যতিক্রম হন না ঋতুপর্ণা। সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে সাইকেল চালিয়ে শরীর ফিট রাখছিলেন। কিন্তু সেখানেই সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন তিনি। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন ঋতুপর্ণা। যদিও সেই আঘাত গুরুতর নয়। এ সম্পর্কে ঋতুপর্ণার বলেছেন, ‘চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে মোচড় লাগে ডান হাতের কব্জিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কব্জির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।’ এখন অবশ্য পুরো অবসরে রয়েছেন ঋতুপর্ণা।
উল্লেখ্য, ‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক হয়। সেটি ১৯৯৫ সালে কথা। ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে। এরপর সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা। ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে। এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct