মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচনে লড়াই করলেও শেষ রক্ষা না হওয়ার ইঙ্গিত দিল জনমত সমীক্ষা। আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় দেখা গেছে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।
জুলাই মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত রয়টার্সের এ সমীক্ষায় ভোটারদের মধ্যে ৪৬ শতাংশই সমর্থন দিয়েছে জো বাইডেনকে। আর বাকী ৩৮ শতাংশ ভোটার সমর্থন দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে এখন অবশিষ্ট রয়েছে আরও ১৬ শতাংশ ভোটার। যারা কাউকে ভোট দেয়নি। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এছাড়াও বাইডেন কিছুটা সুবিধা পাবেন অনিশ্চিত ভোটারদের থেকে, যারা এখনও ঠিক করেননি কাকে তাদের ভোটটি দেবেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, অবশিষ্ট ১৬ শতাংশ ভোটারের জন্য বিশেষ সুবিধা পাবেন বাইডেন। অবশ্য ওই ১৬ শতাংশ ভোটার তৃতীয় কোন দলকে সমর্থনও দিতে পারে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন দুইজনই এখন বিশেষ লক্ষ্য রাখছেন নিরপেক্ষ ভোটারদের দিকে কিংবা তৃতীয় কোনো দলের সমর্থকদের দিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct